অব্যক্ত কথা
জানিস, সবাই কেমন জানি বদলে যাচ্ছে !
একসময় সবাইকে বিশ্বাস করতাম । যখন থেকে গোমর ফাঁস হয়ে যেতে থাকলো, বিশ্বাসের সুঁতোর মালা থেকে একটা একটা করে পুঁথি ছিঁড়তে শুরু করলো । আজকাল মানুষকে বিশ্বাস করতে খুব ভয় লাগে । আচ্ছা, মানুষের মনের ভিতরে ঢুকে গিয়ে সব দেখে ফেলাটা কি অসাধারণ কিছু? তবে আমি পারি কেনো? সেদিন খুব বিশ্বাসী একটা বন্ধুর অন্তর্নিহিত দৃশ্যটা দেখে হতভম্ব হয়ে গেলাম ।
বিশ্বাসী মানুষের তালিকা দিনে দিনে খুব ছোট হয়ে আসছে । জানিনা, কখন যে সেই তালিকায় শূণ্যতা দেখা দেবে । এখন প্রায় মনে হয়, বিশ্বাসটা যুক্তিতে আবদ্ধ হয়ে যাচ্ছে, আগে কাউকে বিশ্বাস করতাম ভালোবেসে, আর এখন---- ।
আচ্ছা, বলতো- মানুষ কেনো এতো প্রতিশোধপরায়ণতা
আর হিংসুটে হয়? ও হ্যা, আরেকটা জিনিস আছে- নিজেকে প্রদর্শণকরার আদিম ইচ্ছা ।
আত্ম-প্রদর্শণের এই প্রতিযোগিতায় আমার মতো প্রতিবন্ধীরা কতটা অসহায়, তাই না?
জানিস রে মৃত্যু, দিনেদিনে আমি না খুব একা হয়ে যাচ্ছি । বলতো- মানুষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে নাকি আমি নিজেই পরিবর্তন হয়ে যাচ্ছি?
মনে আছে তোর সেদিনের কথা । তোর থেকে দূরে থাকার জন্যই আমার জন্ম হলো । ভেবেছিলাম তুই খুব খারাপ মনের আর তোকে মোটেই বিশ্বাস করা যায় না । কিন্তু জীবন পেয়ে দেখলাম- আমার ধারণার পুরোটাই ভুল । তুই সত্যিই অনেক ভালো । জীবনের অবসাদ দূর করে শান্তি দিতে পারিস । অন্ধকার রাতে যখন কেউ থাকেনা কথা বলার, তখন তোকেই দেখতে পায় । তুই সেই চিরচেনা বন্ধু ।
মাথাটা খুব ব্যাথা করছে । হাত -পা নড়াতে পারছিনা । ডাক্তার বলেছিলো- আমার রোগটা দিনেদিনে বাড়ছে । আব্বু-আম্মু অনেক ডাক্তার দেখিয়েছে । লাভ হয় নি । হবে কী করে ! আমি তো মন থেকে চাই নি সুস্থ হতে । মন থেকে কারো ভালোবাসা না পেলে, জোর করে পেয়ে কী লাভ ! জানি, মিতু আর পাভেলরা আজকে যদিও আমার সাথে খেলতে চাইছেনা, আড্ডা দিতে চাইছেনা কিন্তু আমি নিশ্চিত- আমি সুস্থ হয়ে গেলেই তারা আমাকে খেলায় নিবে ।
আমি কত স্বপ্ন দেখতাম সবাইকে নিয়ে । কিন্তু যাদের নিয়ে স্বপ্ন দেখতাম তারাইতো আমাকে...
যাক গে সেসব কথা । মৃত্যু বন্ধু, তোর কি কোনো বন্ধু আছে যে তোকে খুব মিস করে; তোকে নিয়ে স্বপ্ন দেখে?
এই দেখো বোকাছেলের কান্ডটা ! কাঁদছিস কেনো? তুই কাঁদলে মানুষগুলো হাসবে ।আমাকে একটা গল্প শুনিয়ে ঘুমিয়ে দেনা । মাথাটা খুব ব্যাথা করছে, ভালো লাগছেনা ।
[গল্পটা আমাকে স্বপ্নে কেউ বলেছিলো । এরপর থেকেই ভাবছি- অসুস্থ কে? বিশ্বাস হারানো মানুষটি নাকি আমরা মানুষের মুখোশ পড়া দোপায়ে হিংস্র প্রাণীগুলো?]
একসময় সবাইকে বিশ্বাস করতাম । যখন থেকে গোমর ফাঁস হয়ে যেতে থাকলো, বিশ্বাসের সুঁতোর মালা থেকে একটা একটা করে পুঁথি ছিঁড়তে শুরু করলো । আজকাল মানুষকে বিশ্বাস করতে খুব ভয় লাগে । আচ্ছা, মানুষের মনের ভিতরে ঢুকে গিয়ে সব দেখে ফেলাটা কি অসাধারণ কিছু? তবে আমি পারি কেনো? সেদিন খুব বিশ্বাসী একটা বন্ধুর অন্তর্নিহিত দৃশ্যটা দেখে হতভম্ব হয়ে গেলাম ।
বিশ্বাসী মানুষের তালিকা দিনে দিনে খুব ছোট হয়ে আসছে । জানিনা, কখন যে সেই তালিকায় শূণ্যতা দেখা দেবে । এখন প্রায় মনে হয়, বিশ্বাসটা যুক্তিতে আবদ্ধ হয়ে যাচ্ছে, আগে কাউকে বিশ্বাস করতাম ভালোবেসে, আর এখন---- ।
আচ্ছা, বলতো- মানুষ কেনো এতো প্রতিশোধপরায়ণতা
আত্ম-প্রদর্শণের
জানিস রে মৃত্যু, দিনেদিনে আমি না খুব একা হয়ে যাচ্ছি । বলতো- মানুষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে নাকি আমি নিজেই পরিবর্তন হয়ে যাচ্ছি?
মনে আছে তোর সেদিনের কথা । তোর থেকে দূরে থাকার জন্যই আমার জন্ম হলো । ভেবেছিলাম তুই খুব খারাপ মনের আর তোকে মোটেই বিশ্বাস করা যায় না । কিন্তু জীবন পেয়ে দেখলাম- আমার ধারণার পুরোটাই ভুল । তুই সত্যিই অনেক ভালো । জীবনের অবসাদ দূর করে শান্তি দিতে পারিস । অন্ধকার রাতে যখন কেউ থাকেনা কথা বলার, তখন তোকেই দেখতে পায় । তুই সেই চিরচেনা বন্ধু ।
মাথাটা খুব ব্যাথা করছে । হাত -পা নড়াতে পারছিনা । ডাক্তার বলেছিলো- আমার রোগটা দিনেদিনে বাড়ছে । আব্বু-আম্মু অনেক ডাক্তার দেখিয়েছে । লাভ হয় নি । হবে কী করে ! আমি তো মন থেকে চাই নি সুস্থ হতে । মন থেকে কারো ভালোবাসা না পেলে, জোর করে পেয়ে কী লাভ ! জানি, মিতু আর পাভেলরা আজকে যদিও আমার সাথে খেলতে চাইছেনা, আড্ডা দিতে চাইছেনা কিন্তু আমি নিশ্চিত- আমি সুস্থ হয়ে গেলেই তারা আমাকে খেলায় নিবে ।
আমি কত স্বপ্ন দেখতাম সবাইকে নিয়ে । কিন্তু যাদের নিয়ে স্বপ্ন দেখতাম তারাইতো আমাকে...
যাক গে সেসব কথা । মৃত্যু বন্ধু, তোর কি কোনো বন্ধু আছে যে তোকে খুব মিস করে; তোকে নিয়ে স্বপ্ন দেখে?
এই দেখো বোকাছেলের কান্ডটা ! কাঁদছিস কেনো? তুই কাঁদলে মানুষগুলো হাসবে ।আমাকে একটা গল্প শুনিয়ে ঘুমিয়ে দেনা । মাথাটা খুব ব্যাথা করছে, ভালো লাগছেনা ।
[গল্পটা আমাকে স্বপ্নে কেউ বলেছিলো । এরপর থেকেই ভাবছি- অসুস্থ কে? বিশ্বাস হারানো মানুষটি নাকি আমরা মানুষের মুখোশ পড়া দোপায়ে হিংস্র প্রাণীগুলো?]
Wynn casino resort opening - jtmhub.com
ReplyDeleteThe hotel-casino in 창원 출장안마 Las Vegas is the 경상남도 출장마사지 latest addition to the $2.6 billion Wynn Resorts empire, 창원 출장샵 adding a 광양 출장안마 total of 194 거제 출장마사지 luxury rooms to the