কবে জাগবে? (কবিতা)


জাগরণ
আমি হবো কালশ্রেষ্ঠ ধ্বংসযজ্ঞের মহাপ্রলয় !
তন্দ্রাচ্ছন্ন হে মানব,
কবে তুমি জাগবে?
মোহাচ্ছন্নের ঘোর কাটিয়ে
বলো, কবে তুমি রুখবে?
বলো, কবে তুমি রুখবে
ঐ হিংস্র পদাতিক
যতসব জালিমের
স্বার্থান্বেষীর আগ্রাসন?
কবে দেবে অশান্তিকে
আলোকবর্ষ দূরে
অন্য কোথাও নির্বাসন?
তুমি না জাগলে,
আমি হবো যোদ্ধা-ঘাতক!
তুর্যের ঝংকারে
পিশাচের করবো রক্তক্ষরণ !


মরছে পিষে, ভোগবাদীর চরণতলে?
মরছে পিষে, মরবে কেনো
ভোগবাদীর চরণতলে?
শ্রমিকের পেশী থাকবে
কেনো খড়গধারীর
নিয়ন্ত্রণে?
মরছে পিষে,
মরবে কেনো
ভোগবাদীর চরণতলে?

শিক্ষালয় হবে কেনো
বেকার তৈরির কারখানা?
ঘুমিয়েই রবে চিরকাল?
তবু কি তুমি জাগবেনা?
তবু কি তুমি জাগবেনা
প্রভূত্ববাদের বিরুদ্ধে?
তুমি না জাগলে,
আমি হবো সন্ত্রাস অন্তর্জ্বালা-বিক্ষুব্ধে ।

খেলার শিশু হেলায় মরে  নরপিশাচের বুটের তলে
খেলার শিশু হেলায় মরে
নরপিশাচের বুটের তলে
জগতের শ্রেষ্ঠজীব!
তুমি জাগবে কবে
অন্যায়ের অতি সোচ্চারে?
জাগবে কবে?
জাগাবে কবে,
বিবেকের কড়া নেড়ে নেড়ে?
কাপুরুষ হয়ে কেনো
সয়ে যাবে সব,
আসলেই তুমি এক
ভন্ড, কুঁজো রে!
খেলার শিশু হেলায় মরে
নরপিশাচের বুটের তলে,
না খেয়ে সব
মুখ থুবড়ে পড়ে,
প্রাণ যায় সব অকালে !
এভাবে আর কতকাল!
মানবে মানবে অতি অহংকারে,
মিথ্যে আশায় ডুবে মরে ।
জীবন মানেই কেনো স্বার্থের ছড়াছড়ি?
না খেয়ে সব  মুখ থুবড়ে পড়ে,  প্রাণ যায় সব অকালে
না খেয়ে সব
মুখ থুবড়ে পড়ে,
প্রাণ যায় সব অকালে
নিঃস্বার্থরা সব জেলে পুড়ে?
এতো বেশি ক্ষমতা কোনো সইবার?
মানবতার মোড়কে আবৃত
কতো অন্যায়-অবিচার !
তুমি না জাগলে,
আমি হবো,
ভয়ংকর এক স্বৈরাচার !

কারো তাবেদারী নয়,
নয় কারো পা-চাটা গোলামী,
মেনে নেবোনা কারো হুকুমাত
এক স্রষ্টার ছাড়া ।
সীমান্ত ভেঙ্গে সব করবো একাকার,
যুদ্ধ হবে যুদ্ধ হবে,
প্রাচীর গড়তে আসবে যারা।
আর ফেলানী নয়,
বৈষম্য নয়,
মহাকাশে হবে প্রক্ষিপ্ত ।
ধর্ম নিয়ে কোন্দল নয়,
সাম্প্রদায়িকতা হবে ধর্ষিত,
তুমি না জাগলে
আমি মহাকাল হবো নির্লিপ্ত !

অন্ধরা সব, পুঁজিবাদে কেনো এতো প্রলুব্ধ?
অন্ধরা সব, পুঁজিবাদে কেনো এতো প্রলুব্ধ?
হে ঘুমন্ত মানব,
জেগে উঠো!
মহামিথ্যুকের প্রবঞ্চনায়,
আর কতকাল দেবে সায়?
অন্ধরা সব,
পুঁজিবাদে কেনো এতো প্রলুব্ধ?
তুমি না জাগলে
শুনে রেখো,
যুদ্ধ হবে, মহাযুদ্ধ !
মানবে মানবে নয়,
এ সমর সঙ্গীত,
বিজয়-পরাজয়ে
আসবেনা ঈদ,
না ভেদিবে মিথ্যের জয়,
তুমি না জাগলে,
আমি হবো,
আমি হবো কালশ্রেষ্ঠ
ধ্বংসযজ্ঞের মহাপ্রলয় !




কবি,
ইলিয়াস আহমেদ

0 comments:

Post a Comment